নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল, আঘাতের দীর্ঘমেয়াদী জটিলতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও শরীরে বহুবার আঘাতের কারণে দীর্ঘমেয়াদী জটিলতা এবং তীব্র ব্যথা দেখা দিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেলের বরাতে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

ডা. সাজ্জাদ হোসেন বলেন, নুরুল হক নুরের মাথা ও মুখের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। বয়সজনিত কারণে শরীর এখনও সহ্য করতে পারছে, তবে দীর্ঘমেয়াদী জটিলতার সম্ভাবনা রয়েছে। এই আঘাতের ফলে নুর তীব্র ব্যথা অনুভব করছেন এবং পূর্ণ বিশ্রাম এখন খুব জরুরি।

চিকিৎসক আরও জানিয়েছেন, নুরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখাচ্ছে আঘাতজনিত সমস্যা শুধু মাথা ও মুখে সীমাবদ্ধ নয়, শরীরের অন্যান্য অংশেও জটিলতা তৈরি হয়েছে। উন্নত চিকিৎসা এবং নিয়মিত ফলোআপ তার সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে চিকিৎসার পর সম্প্রতি কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নুরের পরিবারও তার শারীরিক অবস্থার কারণে উদ্বিগ্ন। চিকিৎসকের মতে, পরিবারের পাশাপাশি সকল সমর্থকের ধৈর্য, সহানুভূতি এবং দোয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।