একাত্তরের অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক হীনমন্যতা থেকে করা হয়েছে: জামায়াতে ইসলামী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে দলটি। জামায়াতের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকে কেউ কেউ সময় সময় এমন বক্তব্য দিয়ে থাকেন।

শনিবার (২ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সচিব জেনারেল মাওলানা আবদুল হালিম।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর আমির পদে ফের নির্বাচিত ডা. শফিকুর রহমান

বিবৃতিতে বলা হয়, ১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘একাত্তরে গণহত্যা ও ধর্ষণের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।’ তাঁর এ বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিভাজনমূলক এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে বোঝা যায়, তিনি কারও মন রক্ষায় জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁর বক্তব্যে আওয়ামী ফ্যাসিবাদী সুর প্রতিফলিত হয়েছে।

মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে বারবার তোলা হয়েছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে জামায়াতকে টার্গেট করে অপপ্রচার চালানো হলেও জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সচেতন।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আলালের বিভাজনমূলক মন্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে এমন উসকানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত।

বিবৃতিতে জামায়াত দাবি করে, দলটি একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন, যার আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। জামায়াত সবসময় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।

শেষে মাওলানা হালিম আহ্বান জানান, জাতীয় ঐক্য বিনষ্টকারী, বিভ্রান্তিকর ও বিদ্বেষপ্রসূত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমি জনাব মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি অনুরোধ জানাচ্ছি।