আবেদনের পর বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আবেদনের ভিত্তিতে বরিশাল অঞ্চলের ১০ নেতার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (২২ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১১ আগস্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের সব ধরনের পদ স্থগিত করা হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর থেকে সেই স্থগিতাদেশ এখন প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় একই পদে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
এ ছাড়া সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৮ এপ্রিল বরিশাল জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের ৯ নেতাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন—হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহসভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের আবেদন এবং পরবর্তীকালের ব্যাখ্যা পর্যালোচনা করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের স্থগিতাদেশও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
এর আগে বিভিন্ন সময় আবেদনের ভিত্তিতে আরও কয়েকজন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছিল বিএনপি।





