হাদি গুলিবিদ্ধ: ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে হাসপাতালে পৌঁছাতেই ইনকিলাব মঞ্চের কর্মী–সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস জরুরি বিভাগের সামনে আসলে ইনকিলাব মঞ্চের কর্মীরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধরা তার দিকে তেড়ে যান। উত্তেজনা বাড়তে থাকলে সেখানে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও সমর্থকদের স্লোগান চলছিল।
আরও পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাত্রার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। বাম কানের নিচে গুলি লাগলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমান হাদিকে হাসপাতালে আনেন তার সহযোগী মিসবাহ। তিনি জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় ওঠার পর দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে হাদির দিকে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। পরে তাকে রিকশায় করে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এ চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে সিআইডি
ঘটনার পর হাসপাতাল এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে।





