ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ, ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা তারেক রহমানের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “এই অমানবিক ও নৃশংস হামলার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।”
আরও পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকার ও বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করুন, যেন দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।”
তিনি আরও বলেন, দেশ অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং একটি গোষ্ঠী আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে সিআইডি
“আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যেকোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য সতর্ক থাকতে হবে,”—যোগ করেন তিনি।
হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





