‘বাংলাদেশে দিল্লির আধিপত্য ঠাঁই পাবে না’: হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশে কোনোভাবেই ভিনদেশি আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এ দেশে দিল্লির রাজনৈতিক মসনদের প্রতিফলন ঘটানোর যেকোনো চেষ্টা প্রতিরোধ করা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের মানুষের বিবেকের ওপর আঘাত। দীর্ঘদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করা গোষ্ঠী এখন ভিন্ন ভিন্ন পরিচয়ে—বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী কিংবা মিডিয়ার মুখ—পুনরায় সক্রিয় হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী কিংবা তথাকথিত বুদ্ধিজীবীর মাধ্যমে বিদেশি প্রভাব এ দেশে ঢুকতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন
এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির কোনো পুনর্বাসন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। গুলশানকেন্দ্রিক কিছু রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের রক্তের দামের বিনিময়ে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা এ দেশে চলতে দেওয়া হবে না।
শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে আহ্বান তিনি তুলেছেন, তা বাস্তবায়নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একটি ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে।





