জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে ঘিরে আয়োজিত অভ্যর্থনা কর্মসূচির কারণে রাজধানীতে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ বেলা ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় সমবেত হন। বিপুল জনসমাগমে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির ফলে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গভীরভাবে মর্মাহত করেছে। এই অনাকাঙ্ক্ষিত অসুবিধা ও জনদুর্ভোগের জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন: একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমান

এদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।