জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল ৫টার পর শেরেবাংলা নগরের শহীদ জিয়ার কবর জিয়ারত শেষে তিনি স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।
তারেক রহমানকে স্বাগত জানাতে সাভার-আশুলিয়া সহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে প্রধান ফটক পর্যন্ত ভিড় উপচে পড়েছে। নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও স্লোগান নিয়ে মিছিলের মাধ্যমে স্মৃতিসৌধে এসেছেন।
আরও পড়ুন: উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি ও অ্যামর্ড পুলিশ ব্যাটেলিয়নসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, “দীর্ঘদিন পর দেশে ফিরেছেন তারেক রহমান। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ, বিজিবি, র্যাব, সকল সদস্যরা দায়িত্বে রয়েছেন।”
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানটি ২৫ ডিসেম্বর সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসেন তিনি।
আরও পড়ুন: একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমান
বিমানবন্দর থেকে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বাসে করে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশে উপস্থিত হন। সমাবেশে ১৬ মিনিট বক্তব্য দেওয়ার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।





