নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫১ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জন্মলগ্নে স্বাধীন, স্বতন্ত্র ও বাংলাদেশপন্থী রাজনীতির প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সিদ্ধান্তে দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল

দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, “ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতাম না। তাই নিজেকে দলের সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করছি। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দ্যুতি অরণ্য চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেন, ক্ষমতার রাজনীতি নয়, জনতার অধিকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। নতুন রাজনীতি ও মজলুম মানুষের পক্ষে আজীবন কথা বলে যাওয়ার অঙ্গীকারও তিনি করেন।

উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।