বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। এ সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মরত ও নতুনভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের জন্য ভিসাজনিত দীর্ঘদিনের সমস্যার অবসান হলো।
মঙ্গলবার (১৬ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কানেকটিকায় সগৌরবে বৈশাখী উৎসব পালিত
ড. নজরুল জানান, চলতি বছরের মে মাসে তাঁর নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা হয়। আলোচনার ফল হিসেবে ১০ জুলাই মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মীরা ইতোমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাঁদের নতুন করে মাল্টিপল ভিসা আবেদনের প্রয়োজন নেই। PLKS নবায়নের সময় মাল্টিপল এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে।
আরও পড়ুন: বায়রার সাধারণ সদস্যদের মানবন্ধন: যে কোন শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি
এছাড়া, যাদের PLKS বৈধ রয়েছে এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তাঁরাও এখন থেকে নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া ও বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন। এই নির্দেশনার বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পরিপত্র পাঠানো হয়েছে।
ড. আসিফ নজরুল আরও বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়। কিন্তু কেবল বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেই এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাঁদের জন্য বড় ভোগান্তির কারণ ছিল। নতুন এ সিদ্ধান্তে তাঁরা স্বস্তি ফিরে পাবেন।”