বাংলাদেশ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৩ | আপডেট: ৫:৪৯ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৩
ছবি: ক্রিকইনফো
ছবি: ক্রিকইনফো

প্রথম ম্যাচে অসাধারণ একটি জয় পেয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ওয়ানডেতে এই প্রথমবারের মত হারিয়েছে বাংলাদেশ। এবার সেই ভারতীয়দের বিপক্ষেই সিরিজ জয়ের দারুণ হাতছানি। আজ সে লক্ষ্যেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে নারী ক্রিকেট দল।

প্রথম ম্যাচে জয়ের কারণে উজ্জীবিত বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ প্রত্যয়ী জয় পাওয়ার ব্যাপারে। সে কারণেই মিরপুরে আজ সকালে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেলেও ভারতীয়দের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের উদীয়মান পেসার মারুফা আক্তারের দুর্দান্ত এক এক্সপ্রেস ডেলিভারিতে বোল্ড হয়ে যান ভারতের ওপেনার প্রিয়া পুনিয়া। পুরোপুরি আনপ্লেয়েবল বল, মারুফার ডেলিভারি বুঝতেই পারেননি প্রিয়া। ব্যক্তিগত ৭ রানের মাথায় বোল্ড হয়ে ফিরে যান তিনি সাজঘরে।

মারুফা আক্তারের ফিল্ডিংয়ে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নামা ইয়াস্তিকা ভাটিয়াও। ২৩ বলে ১৫ রান করেন তিনি।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এ রিপোর্ট লেখার সময় ভারতীয় নারী ক্রিকেট দল করেছে  ৩০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান।