পিএসজি এখনও মেসির জার্সি বিক্রি করছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এ বছরের জুনে লিওনেল মেসির পিএসজি অধ্যায় শেষ হয়ে গেছে। কিন্তু এখনও আর্জেন্টাইন মহাতারকার নাম ও ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করার অভিযোগ উঠেছে পিএসজির বিরুদ্ধে। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এই তথ্য নিশ্চিত করেছে।

তারা বলছে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। তিনি ক্লাব ছেড়ে যাওয়ার দুই মাস হয়ে গেলেও এখনও তাদের স্টোরে ঝুলছে মেসির জার্সি।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ড্যানি গিল নামে এক সাংবাদিক এরকম একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। পরবর্তীতে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তবে বর্তমানে বিক্রিতে রেকর্ড গড়েছে মায়ামিতে পরা মেসির ১০ নম্বর জার্সিটি। তারকা ক্রীড়াবিদ টম ব্র্যাডি, লেব্রন জেমস এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে মেসির মায়ামির জার্সিটি এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। তাও এই রেকর্ড হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়।

টানা ১১ পরাজয় নিয়ে ধুঁকতে থাকা মায়ামি মেসির নেতৃত্বে টানা চার ম্যাচে জয় পেয়েছে। যার ওপর ভর করে ডেভিড বেকহামের দল লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। তাই তার সময়টা কতটা স্বস্তিদায়ক কাটছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এমন অবস্থায়ও পিএসজির স্টোরে মেসির জার্সি দেখতে পাওয়ার বিষয়টি বেশ অবাক করার মতো। যদিও কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে পিএসজিতে ৩০ নম্বর জার্সিতে নতুন কাউকেই দেখা যেতে পারে।