ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে , অর্ধেক খালি মিরপুরের গ্যালারি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। এই ম্যাচে দর্শক উপস্থিত নেই, ফলে খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি।

ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হারের মুখ দেখেছে লাল-সবুজের দল। এছাড়া সর্বশেষ চারটি সিরিজেও হারের তিক্ত স্বাদ নিয়েছে টাইগাররা। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল

আফগানদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেটাররা। দেশে ফেরার পর বিমানবন্দরে সমর্থকদের কাছে দোয়ো শুনতে হয়েছে নাঈম, হৃদয় ও তাসকিনদের। ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে মিরপুরের গ্যালারিতেও।

ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশ। দলীয় ৮ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা। দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ার পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৪২ রান।

আরও পড়ুন: রিশাদের ছোবলে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ