১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয় উদযাপন করলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টি ১৮৩ রানের— ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেল টাইগাররা।
আরও পড়ুন: মিরপুরে ব্যাটিংয়ে ঝড় তুলেছে বাংলাদেশ
বৃহস্পতিবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
পিচে শুরু থেকেই আধিপত্য দেখান বাংলাদেশের স্পিনাররা। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ শুরুতেই তিনটি উইকেট তুলে নেন— আলিক আথানেজে (১৫), আকিম অগাস্টে (০) ও ব্রেন্ডন কিং (১৮)। তার স্পিনে ৩৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।
আরও পড়ুন: রিশাদের ঝড়ে দুইশ ছুঁলো বাংলাদেশ, ওয়ানডে সিরিজে শক্ত অবস্থানে টাইগাররা
এরপর তানভীর ইসলাম ফেরান অধিনায়ক শাই হোপকে (৪), আর লেগ স্পিনার রিশাদ হোসেন নেন দুই ওভারে পরপর দুটি উইকেট— শেরফান রাদারফোর্ড (১২) ও রস্টন চেজকে। শেষদিকে আকিল হোসেনের ১৫ বলে ২৭ রানের ইনিংসে কিছুটা লড়াই করলেও বড় ব্যবধানেই হারে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ১১ রান দিয়ে ৩ উইকেট, রিশাদ হোসেন ৫৪ রানে ৩ উইকেট এবং মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান গড়েন ১৭৬ রানের দারুণ ওপেনিং জুটি— যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
সাইফ হাসান করেন ৭২ বলে ৮০ রান (৬ চার, ৬ ছক্কা) এবং সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান (৭ চার, ৪ ছক্কা)। এরপর তাওহিদ হৃদয় ৪৪ বলে ২৮ ও নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন।
শেষ দিকে মেহেদী মিরাজের ১৭ ও নুরুল হাসান সোহানের ১৬ রানে ভর করে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৬ রানে ইনিংস শেষ করে।
এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।