টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফুটবলের সেমিফাইনালে নাটকীয় লড়াই শেষে টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় মরক্কো।

রাবাতে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু দুটি পেনাল্টি রুখে দেন। পরে ইউসুফ এন-নেসিরি সফল স্পট কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: ক্রিকেটারদের বয়কট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

৫০ বছর পর প্রথমবারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব জয়ের লক্ষ্যে থাকা মরক্কো রোববার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালের। একই ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনালে মহাদেশীয় শিরোপার জন্য লড়বে দুই দল। অন্যদিকে নাইজেরিয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিসরের বিপক্ষে খেলবে।

জমাট ম্যাচ, সুযোগে এগিয়ে ছিল মরক্কো

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই ক্রিকেটে ফিরতে রাজি ক্রিকেটাররা

বুধবারের সেমিফাইনালের ১২০ মিনিটে খুব বেশি স্পষ্ট গোলের সুযোগ তৈরি হয়নি। তবে আক্রমণে তুলনামূলকভাবে এগিয়ে ছিল মরক্কো। নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালির একাধিক দারুণ সেভে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা।

টুর্নামেন্টে সেরা গোল করার রেকর্ড নিয়ে সেমিফাইনালে নামা নাইজেরিয়া এ ম্যাচে আক্রমণে খুব একটা কার্যকর হতে পারেনি। ভিক্টর ওসিমহেনসহ ফরোয়ার্ডদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি।

টাইব্রেকারে নাইজেরিয়ার হয়ে স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো অনিয়েমায়েচির দুর্বল শট সহজেই রুখে দেন ইয়াসিন বোনু। এর বিপরীতে মরক্কোর শুটাররা ছিলেন নির্ভুল।

সেনেগালের সঙ্গে বড় পরীক্ষা অপেক্ষা

মরক্কো পুরো টুর্নামেন্টজুড়ে সংগঠিত ও কার্যকর ফুটবল খেললেও এখনো সেরা ফর্মে পৌঁছাতে পারেনি। তবে তারা ১৯৭৬ সালের পর প্রথম আফকন শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে।

ফাইনালে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেনেগাল। আগের সেমিফাইনালে সাদিও মানের একমাত্র গোলে মিসরকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেনেগাল।

মরক্কো সর্বশেষ ২০০৪ সালে আফকনের ফাইনাল খেলেছিল, যেখানে তারা তিউনিসিয়ার কাছে হেরে যায়।