ক্রিকেটারদের বয়কট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করেছে। ক্রিকেটাররা খেলা বর্জনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটাররা তার পদত্যাগ না হলে বিপিএল বয়কটের আলটিমেটাম দেন। এ কারণে বৃহস্পতিবার দিনের প্রথম খেলা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল

নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি।

এর আগে বিসিবি অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের ভিত্তিতে বোর্ড সভাপতি নাজমুল ইসলামের দায়িত্ব থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: পরিচালক নাজমুলকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি