ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন মার্ক জাকারবার্গ

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন এক মার্কিন আইনজীবী, যার নামও মার্ক জাকারবার্গ। তবে তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জাকারবার্গ নন। নামের এই দৈব মিলের কারণে ইন্ডিয়ানার এই আইনজীবীকে বারবার হয়রানির শিকার হতে হয়েছে।

আরও পড়ুন: শুরু হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ, দেখুন 'ব্লাডমুন'-এর বিরল দৃশ্য

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক স্টিভেন জাকারবার্গ নামের ওই আইনজীবী অভিযোগ করেছেন, ফেসবুক বারবার তার অ্যাকাউন্ট অকার্যকর করেছে। মেটার অভিযোগ ছিল, তিনি জনপ্রিয় ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট চালাচ্ছেন। গত আট বছরে অন্তত পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যার ফলে তিনি হাজার হাজার ডলারের ব্যবসা হারিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: প্রযুক্তি কারও চাকরি কাড়ে না; কাড়ে সেই ব্যক্তি, যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাকে পেছনে ফেলে দেয়


আইনজীবী জানান, ফেসবুককে বিজ্ঞাপন বাবদ অন্তত ১১ হাজার ডলার দেওয়ার পরও তার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। তিনি বলেন, “এটা অনেকটা এমন যে, আপনি টাকা খরচ করে একটি বিলবোর্ড কিনলেন, কিন্তু টাকা নেওয়ার পর সেটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো।”

অবশেষে মামলা দায়েরের পর মেটা তার অ্যাকাউন্ট পুনরায় চালু করে এবং ভবিষ্যতে এমন ভুল না করার আশ্বাস দেয়।

আইনজীবী মার্ক স্টিভেন জাকারবার্গ আরও জানান, ফটো আইডি, ক্রেডিট কার্ড, জন্ম সনদ ও অসংখ্য সেলফি দিয়েও তিনি তার আসল পরিচয় প্রমাণ করতে পারেননি। প্ল্যাটফর্মটি তাকে ‘ফেইক জাকারবার্গ’ হিসেবে চিহ্নিত করেছে।

এই ভোগান্তির কারণে তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন আই অ্যাম মার্ক জাকারবার্গ—যেখানে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তবে এত ভোগান্তির পরও তিনি মেটার প্রতি ক্ষোভ প্রকাশ করেননি। বরং তিনি রসিকতা করে বলেন, যদি মার্ক এলিয়ট জাকারবার্গ কখনো ইন্ডিয়ানায় এসে আর্থিক সংকটে পড়েন, তবে আমি বিনা পারিশ্রমিকে তার পক্ষে আইনি লড়াই চালাতে রাজি আছি।