সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, চলতে পারে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৩২ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালসহ অন্যান্য বিভাগেও দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর-পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেছে। তবে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে।

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বর্তমানে বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাইয়ের দাবদাহে হঠাৎ করে আসা এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে নৌযান ও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।