বিএনপি মনোনীত প্রার্থীদের চিঠি প্রদান শুরু
ছবিঃ সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ঘোষিত প্রার্থীদের প্রদান শুরু করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ১৮ ডিসেম্বরের তারিখের দেয়া চিঠিতে নির্বাচনী এলাকা উল্লেখ করে মনোনয়ন উল্লেখ করে চিঠি দেয়া হচ্ছে। ইতোমধ্যে অর্ধশতাধিক প্রার্থী পেয়েছেন বলে জানান।
বিএনপির মহাসচিব একাধিকবার সংবাদ সম্মেলনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও দলের মনোনয়নের চিঠির উপরে নির্ভর করছে চূড়ান্ত প্রার্থী হওয়া এবং পথিক বরাদ্দ। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের সাথে এই চিঠি সংযুক্ত করলে দেয়া হবে ধানের শেষ প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আরও পড়ুন: তারেক রহমান দেশে ফেরার পরের যেসব কর্মসূচি নির্ধারিত হয়েছে





