পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ১ কনস্টেবল

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:০৬ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুর শহরের শেখেরভিটা লেবেল ক্রসিং এলাকায় টহলরত পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় আহসান হাবিব নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

রোববার ভোর ৫টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মাহাবুর রহমান।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার (আজ) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। 

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রোববার সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান