সরকার যাকে খুশি তাকে এমপি করে নিচ্ছে: মঈন খান
 
                                        এই সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে যাকে খুশি তাকে এমপি বানিয়ে এমপির পর্যায় কোথায় নামিয়ে এনেছে, তা আপনারা সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনায় দেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার (২৯ মে) নরসিংদীর পলাশে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
পলাশের চরনগরদী বাজারস্ত উপজেলা বিএনপি আয়োজিত সভায় ড. মঈন খান আরও বলেন, বিএনপি যেমন ভোট বর্জন করছে, তেমনি আওয়ামীলীগের ভোটাররাও ভোট বর্জন করছে। এই সরকার এ নির্বাচনে নিজেরাই বিভেদ তৈরী করছে। সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নৌকা ডুবে যায় তাই তারা স্থানীয় নির্বাচনে মার্কা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় সেনা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪
তিনি আরও বলেন, আজকে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু সরকার দরিদ্র মানুষের কোন খবর রাখে না।
উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আরও পড়ুন: শেষ কর্মদিবসেই বিদ্যালয়ে মৃত্যুবরণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    