ভোট না দিতে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইলে হুমকি, আটক-৫

যশোরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ভোট না দিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হুমকির দেয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ গতকাল রাত ৫জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার লেবুতলা ঘোষপাড়া এলাকার অশোক কুমার ঘোষের ছেলে মিঠুন কুমার ঘোষ (২২) ও অসিম ঘোষ (২৫), একই এলাকার আহমদ আলীর ছেলে জসিম উদ্দিন (৩২), সদর উপজেলার ফুলবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে মুহিন হোসেন (২৬), ও লেবুতলা ঘোষপাড়া এলাকার সুনীল ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ (৩৮),
মঙ্গলবার(৪ই জুন) দুপুরে যশোর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ক সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তা নদীর উপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন
তিনি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় দুস্কৃতকারীরা ষড়যন্ত্র করে টেলিটক কোম্পানীর মোবাইল নাম্বার থেকে গত ১লা জুন রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার খায়রুল ওরফে খোড়া খায়রুলের ব্যবহৃত মোবাইলে ফোন করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি দোয়াত কলম প্রতীকে নির্বাচন না করার হুমকি দেয়।
বিষয়টি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের মোবাইলে হুমকির অডিও ক্লিপসহ অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, যশোর –পুলিশ সুপারকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।
এই বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ থানায় সাধারণ ডাইরী করে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে তদন্তের নির্দেশ দিলে ক্যাম্পের ইনচার্জ পবিত্র বিশ্বাস জেলা গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করেন। একপর্যায়ে ৩ই জুন বিকালে যশোর লেবুতলা ঘোষপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দু'টি মোবাইল ফোনের সিম ও দুটি মোবাইল ফোন জব্দ করেন।