রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তিনটি পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন বাংলাদেশি রয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে ব্লক-৯ এ একটি পাহাড় ধস হয়। এতে মাটি চাপা পড়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়।
পরে ভোরে আরো একটি পাহাড় ধসে চার রোহিঙ্গার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরই আরেকটি পাহাড় ধসের ঘটনায় দুই বাংলাদেশিসহ তিন জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সাদাপাথর কাণ্ডে ভাইরাল হতে গিয়ে ফেঁসে গেলেন মোকাররিম!
ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং করে করা হচ্ছে সচেতন।