তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর স্কুল ব্যাগে মিললো ২০ প্যাকেট মদ

নাটোরের গুরুদাসপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর স্কুল ব্যাগে ২০ প্যাকেট চোরাই মদ জব্দ করেছে এলাকাবাসী। পরে ওই স্কুল শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর পর জব্দকৃত মদের প্যাকেটগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়।
শুক্রবার (৫ জুলাই) সন্ধায় উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তবাজার এলাকা থেকে মদসহ ওই শিক্ষার্থীকে আটক করে এলাকাবাসী।
আরও পড়ুন: কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্থানীয় মাদক বিরোধী সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল জব্বার জানান, শুক্রবার সন্ধায় উপজেলার মুক্তবাজার দিয়ে বাইসাইকেল যোগে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী স্কুল ব্যাগ পেছনে ঝুঁলিয়ে যাচ্ছিলো। এসময় ওই শিক্ষার্থীকে সন্দেহজনক হলে তার গতিবোধ করে জিজ্ঞাসার জন্য দাড় করানো হয়। তারপর তার স্কুল ব্যাগ তল্লাসী করে পলিথিনে প্যাকেটজাত করা ২০ প্যাকেট চোলাই মদ পাওয়া যায়। বয়স কম হওয়ায় প্রাথমিকভাবে তাকে পুলিশে না দিয়ে তার অভিভাবকদের ডাকা হয়। পরবর্তীতে এমন কাজ করবে না বলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভবিষতে এমন কাজ করলে তাকে পুলিশে দেয়া হবে বলে জানানো হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে চোলাই মদগুলো পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা আজিম হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে দূর-দুরান্ত থেকে মাদকসেবীরা এসে মহারাজপুর এলাকায় মাদক সেবন করছে। এলাকার কিছু অসাধু ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রশাসনের তেমন কোনো অভিযান না থাকায় দিন দিন বেড়েই চলছে মাদকের কার্যক্রম। তিনি অতি দ্রুত প্রশাসনের অভিযান চান মাদকের বিরুদ্ধে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার
গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. উজ্জল হোসেন ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনেছি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এলাকাবাসী তার পরিবারকে ডেকে সমাধান করে তাদের কাছে হস্তান্তর করেন। পুলিশ প্রতিনিয়তই মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।