বাংলাদেশের ৩ বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি: ভারতের সেনাপ্রধান

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ‘ভুল বোঝাবুঝি এড়াতে’ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে ‘একাধিক যোগাযোগের চ্যানেল’ খোলা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। 

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ দমন অভিযানে ২হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশে এখন কোন ধরনের সরকার ক্ষমতায় রয়েছে, তা বোঝা আমাদের জন্য জরুরি। এটি যদি একটি অন্তর্বর্তী সরকার হয়, তবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা কি দীর্ঘমেয়াদি (আগামী ৪-৫ বছরের জন্য), নাকি স্বল্পমেয়াদি (৪-৫ মাসের জন্য)—সেটি আমাদের দেখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এখনই ভারতের কোনো ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ জানানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নয়াদিল্লি।

আরও পড়ুন: ইসলামি বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকরা

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে, নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন।’

জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আশ্বস্ত করতে চাই যে, এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।

তিনি আরও বলেন, সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।