গেলমান ও প্রীতম এর বাড়ীতে গেলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ- সভাপতি, আহসান উদ্দিন খান শিপন

Abid Rayhan Jaki
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২:৪৯ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়ীয়ায় ২০২১ সালে হেফাজতের ডাকা আন্দোলনে বিএনপি পরিবারের ১৩ জন( প্রায়) শহীদ হন।হাজার হাজার নেতা কর্মী আহত হন। গুরুতর আহত নবম শ্রেণীর ছাত্র 'গেলমান' বিশ্বরোড এলাকায় বিজিবির আর্মাড কার আটকে দেয়। 

বিজিবির গুলিতে বিশ্বরোড এলাকায় গেলমানের একটি হাত উড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া গেলমান একজন হুজুরের উদ্দেশ্য বলছে, মাকে বলে দিয়েন, আমি দেশের জন্য শহীদ হবো, মা যেনো কষ্ট না পায়'----অবিশ্বাস্য রকমের এই দেশপ্রেমিক উদ্যোমী তরুনের সাথে আজকে দেখা করলেন সাবেক ছাত্রনেতা শিপন। দীর্ঘ চিকিৎসার পর তার উড়ে যাওয়া হাতটি এখনো জোড়া লাগেনি। বিগত ছাত্র আন্দোলনেও তাকে আটকে রাখা যায়নি। একটা হাত পঙ্গু, শিক্ষা জীবন ধবংস তার। তারপর হেফাজতের মামলার খড়গ'তো আছেই। "গেলমানে'র পুরু পরিবার দিনের পর দিন পালিয়ে বেড়িয়েছে। সাবেক ছাত্রনেতা শিপনের প্রশ্ন করেন, তোমার তো এক হাত নাই, কষ্ট হয় না? সবাইকে  অবাক করে দিয়ে, গেলমান' বললো দেশের জন্য আরেকটা হাত যদিও যেতো আফসোস ছিলো না।

আরও পড়ুন: রাজধানীতে রাজউকের মোবাইল কোর্ট, বনানীতে ২৪ দোকান বন্ধ ঘোষণা

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে  গুরুতর আহত দুই ছাত্র গেলমান ও প্রীতমের বাড়ীতে তাদেরকে দেখতে যান সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাওঁ গ্রামের এই দুই বীর যোদ্ধাকে দল ও দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উন্নত চিকিৎসার জন্য সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।