নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

নান্দাইল (ময়মনসিং) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৪ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ বাংলাবাজার পত্রিকা
ছবিঃ বাংলাবাজার পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গা পূজা ২০২৪ উদযাপন উপলক্ষে পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শনিবার (০৫ অক্টোবর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে এবং নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর ইশরাকুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির নেতা বাবু পল্লব রায়, বিএনপির নেতা আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলার মনির হোসেন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা আব্দুল আহাদ, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হক, হেফাজত ইসলামের পক্ষ থেকে মাওলানা  ওলি উল্লাহ, জামায়াত ইসলামের আমীর কাজ্বী শামসুদ্দীন, মিডিয়ার প্রতিনিধি হিসাবে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থসহ প্রমুখ।

আরও পড়ুন: রূপগঞ্জে ১২৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা