ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা

Any Akter
মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এদিনটির তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে গিয়েছিলো এই দিনে। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে  জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

আরও পড়ুন: কুলাউড়ায় ২০ আগস্টের পর নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও