পাবনার আটঘরিয়া সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

AK Azad
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহান  (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের টেবুনিয়া কৃষি ফর্মগেট সংলগ্ন ইয়া‌ছিন মাস্টারের বাড়ির সামনে। পথচারি ও পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় নিহত সোহান মোটরসাইকেল যোগে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে অপরদিক থেকে আসা ইঞ্জিন চালিত ভটভটি  গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহান নিহত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ইঞ্জিন চালিত ভটভটির চালক পালিয়ে যায়।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।