পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে লক্ষ্মীপুরে সভা

Sanchoy Biswas
লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর বণিক সমিতি কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এ সভার আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়।  

এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নুর আলম।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রসিদ পাঠানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শ্রিরূপ মজুমদার, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল আজিজ, জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক, ব্যবসায়ী কাজী লোকমান, ফারুক হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, এতে সবাই একমত। যে কাজ মানুষের জন্যে ক্ষতিকর হবে তা আমরা করতে পারি না। রাষ্ট্রের গুরুত্ব সবার আগে। ব্যক্তি নয় রাষ্ট্রের স্বার্থ এখানে আগে। বাজারে পলিথিনের বিকল্প রয়েছে। আমাদের ব্যবহারের পলিথিন গুলো নদী নালাতে গিয়ে দূষিত হচ্ছে। পলিথিন ক্যানসার হওয়ার একটা অন্যতম কারণ। সভার প্রধান অতিথি, সকল ব্যবসায়ী, দোকান মালিক ও বিক্রেতাদের পলিথিনে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে