দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭১টি ওএমএসের চাল ও আটার বস্তা জব্দ

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার পাটুয়াপাড়া এলাকার মো. রানার বাড়ি হতে ওএমএসের ৭১টি চাল ও আটার বস্তা জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত রানা অভিযানের খবর পেয়ে বাড়ি হতে পালিয়ে যায়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল আহমেদের নেতৃত্বে দিনাজপুর পৌর শহরের পাটুয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাটুয়াপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. রানার বাড়ি হতে সরকারি ওএমএসের এসব চাল ও আটার বস্তা জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
জব্দকৃত এসব চাল ও আটার মধ্যে রয়েছে ৫০ কেজি ওজনের আটার বস্তা ১৯টি, ৫০ কেজি ওজনের চালের বস্তা ১০টি, ২৫ কেজি ওজনের চালের বস্তা ৩৮টি ও ৩০ কেজি ওজনের আটার বস্তা ৩টি। জব্দকৃত এসব চাল ও আটার বস্তা দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের সময় দিনাজপুর জেলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, কোতয়ালি থানা এসআই মো. সেলিমুর রহমানসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান