সাজেকে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন

Sanchoy Biswas
রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৬:৩৩ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ কর্তৃক জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটে সংঘটিত এই অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করতে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি কাজ করবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, রাঙ্গামাটি পার্বত্য জেলা. সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা, সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা (সাজেকের দায়িত্বপ্রাপ্ত) এবং সদস্য সচিব-উপজেলা নির্বাহী অফিসার, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতা রাখে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

এই ঘটনায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি।