চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ

Any Akter
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি কন্টেইনারবাগী জাহাজ রয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী এমটি আরহাইন নামে একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ইয়ং ইউয়ে-১১ নামে একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমটি আরহাইনের নোঙর ক্যাবলের সঙ্গে ইয়ং ইউয়ে-১১ এর প্রোপেলার (জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ট্যাংকার জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ জাহাজকে উদ্ধার করতে কান্ডারী ১০, কান্ডারী ৪, বি এল ভি লুসাই এবং পাইলেট ভেসেল নামে চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়।বিকেল সাড়ে চারটার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে থেকে আটকে থাকা ক্যাবল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান। 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচারকারী গোষ্ঠী হতে সতর্ক হোন ও অন্যকে সতর্ক করুন