ধর্মপাশায় নূরে মাদীনা মাদরাসায় দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে কামলাবাজ- ফাতেমানগর এর নূরে মাদীনা মাদরাসায় অত্র এলাকার জিন্দা ও মূর্দেগানের মাগফিরাত কামনায় ১৯ মার্চ রোজ বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নূরে মাদীনা মাদরাসার সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নূর মাদীনা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মোখলেছুর রহমান, মো. আজিজুর রহমান মুহতামিম সিংপুর মাদরাসা,হাফেজ মাওলানা জনাব রফিকুল ইসলাম মুহতামিম নূরে মাদীনা মাদ্রাসা, ইমাম ও খতিব ধর্মপাশা সরকারি কলেজ জামে মসজিদ, হাফেজ জুবায়ের আহম্মদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জনাব মিজানুর রহমান তাবলীেগের আমির,মো. শফিকুল ইসলাম ও জুয়েল আহমদ ছাত্র অভিভাবক প্রমুখ।
আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস. এন. তরুণ দে





