সুনামগঞ্জের ছাতকে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আনসার ও ভিডিপির উপজেলা কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো. আব্দুল কাদির এবং উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জনাব মিতুন কুমার দে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন। এই ঈদ উপহার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ।’
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার