বান্দরবানের পাহাড় থেকে নয় শ্রমিককে অপহরণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে লামার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হয়নি। পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার

বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলার কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান। তিনি জানান, দুর্গম এলাকা থেকে রাতের আঁধারে নয় জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করে। 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন বলেন, অপহৃত ৯ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আশা করছি তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

প্রসঙ্গত এর আগে দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা।