নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২১ এপ্রিল নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন ছুটে আসে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাতলপাড় ফাড়ির পুলিশ বাহিনী। চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম  দৈনিক বাংলাবাজার পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন নিহতের ছেলে মো. মিজান(৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহর গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের কারণ জানা না গেলেও গ্রামবাসী জানায় কিছুদিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্ঠীর সাথে তাদের বিবাদ হয়েছিল তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে ২ পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক দৈনিক বাংলাবাজার পত্রিকাকে জানান, গ্রামে আগেও একটি মার্ডার হয়েছে জোহর আলীর খুনের কারণ জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করতেছে।