মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোকবার্তা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো. মামুন অর রশিদ।

বুধবার (৭ জানুয়ারি) এসোসিয়েশনের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

শোকবার্তায় বলা হয়েছে, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যক্তিত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যু তথ্য সেবার জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিনের মৃত্যু হয়।

আরও পড়ুন: সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে