মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে মাদকবিরোধী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী লুৎফর হাজারী (৪৬) পালিয়ে গেছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
পলাতক লুৎফর হাজারী শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর দক্ষিণপাড়ার মৃত জয়নাল হাজারীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আহসানুল কবির বুলবুল জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের মহাদেবপুর দক্ষিণপাড়া এলাকার লুৎফর হাজারীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে ব্যবসায়ী লুৎফর হাজারী পালিয়ে যায়। পরে তার বসতঘরের ভিতরে তল্লাসী চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক লুৎফর হাজারীকে আসামী করে শিবালয় থানায় মাদক সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
এবিষয়ে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা জানান, মানিকগঞ্জকে মাদকমুক্ত ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলবে। মাদকের বিষয়ে কোন ছাড় নেই।