সাতক্ষীরায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় টাস্কফোর্সের অভিযান, ৩ লাক্ষ টাকা জরিমানা

Sanchoy Biswas
সৈয়দ মহিউদ্দীন হাশেমী, সাতক্ষীরা
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে কলারোয়ার হেলাতলা এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সজিব আহমেদ (২৪)। তিনি খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে , কলারোয়ার হেলাতলা এলাকায় এক ব্যবসায়ী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এমন খবরের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭৫০০ মন কাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ আইন লঙ্ঘন করে এসব কাঠ কয়লা তৈরির জন্য সেখানে প্রস্তুত রাখা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান


অভিযানকালে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক কাঠ পুড়িয়ে কয়লা তৈরিকারী আবুল বাশারকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী মো. সজিব আহমেদকে এই দণ্ড প্রদান করেন।


উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলামসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, জরিমানার তিন লাখ টাকা তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ব্যবসায়ী সজিব আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। জরিমানার তিন লাখ টাকা পরিশোধ সাপেক্ষে সে কারাগার থেকে মুক্তি পাবে বলে জানান তিনি।