গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Sadek Ali
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে লাব্বি (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে গোয়ালন্দের কৃষ্ণতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিহত লাব্বি উজ্জামান গোয়ালন্দ পৌরসভার এক নং ওয়ার্ড শাহজাহান মেম্বার পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে গোয়ালন্দের স্থানীয় মুন স্টার কলেজিয়েট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।

প্রতিবেশী ফিরোজ আহমেদ জানান, কয়েকদিন ভারী বৃষ্টিতে বাড়ির পাশে একটি শুকনো পুকুরে অনেক পানি জমেছে। শনিবার দুপুরে শিশুটি গ্রামের বেশ কয়েকজন ছেলেদের সাথে ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এ সময় তাঁর খেলার সাথীরা দ্রুত এসে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নেমে তাঁকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান 

হাসপাতলে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।