নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০২ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটছে।

আরও পড়ুন: তারেক রহমানকে কার্টুনিস্ট উদয়ের নতুন কার্টুন উপহার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, ‘বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।’

এ বিষয়ে নাহিদ ইসলাম জানিয়েছে, নির্বাচনি অফিসে গুলির ঘটনা রাজনৈতিক নয়। এরসঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন: ১১ দলের আসন সমঝোতা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্থগিত