দিনাজপুরে ঈদুল আযাহার জামাতে লাখো মুসল্লির নামাজ আদায়

দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুর গোরে এ শহিদ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এবারো লাখো মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
মাওলানা মো. মাহফুজুর রহমান ঈদের জামাতে ইমামতি করবেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন সহ নানা শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
ঈদুল আযহার নামাজে অংশ নেওয়ার জন্য দিনাজপুর ছাড়াও আশেপাশের জেলা ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী জয়পুরহাট রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন।
ঈদুল আযহার নামাজ কে ঘিরে পুরো ইদগাহ জুড়ে নেওয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেন।