মানুষের ভিড়ে বাড়ি ছেড়ে চলে গেছে মুরাদনগরের সেই নারী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার নারী গণমাধ্যম ও লোকজনের চাপ সহ্য করতে না পেরে বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে তাকে ও তার পরিবারকে বাড়িতে দেখা যায়নি।

পুলিশ জানায়, প্রতিদিন অসংখ্য মানুষ, সাংবাদিক ও ইউটিউবার সাক্ষাৎকারের জন্য বাড়িতে ভিড় করছেন। এতে তার পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ফলে সোমবার তিনি দুই সন্তানসহ পুলিশের সহায়তায় বাড়ি ছাড়েন।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

গত ২৬ জুন রাতে ধর্ষণের অভিযোগে ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনায় নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চার যুবক গ্রেপ্তার হন। তাদের রিমান্ড শুনানি হবে বৃহস্পতিবার।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তবে তারা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে। জব্দকৃত মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি