জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই-আগস্টে নিহত শহীদদের প্রতি শোক ও শরীরের বিভিন্ন অঙ্গহানিতে গুরুতর আহতদের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আরাফাত হুসাইন, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকতারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল কাদের মোজাহিদ, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল খায়ের, বিএনপি নেতা এম দিদার হোসেন, কমলনগর প্রেসক্লাবের আহ্বায়ক মুছা কালিমুল্লাহ, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মোঃ শরাফ উদ্দিন ও জুলাই-আগস্টে আহত আবদুল আহাদ ফারাবি।