গোপালগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি, জনসমাবেশ নিষিদ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ জেলায় আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ বলবৎ থাকবে। এই সময়ে জেলার কোথাও সভা, মিছিল বা কোনো ধরনের জনসমাবেশ করা যাবে না। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি পরিষেবা এবং সরকারি দায়িত্ব পালনকারীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।

আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, “শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বলবৎ ছিল। সেই কারফিউ শেষে আজ ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত।”

এর আগে গত বুধবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর রাত ৮টা থেকে পরদিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

আরও পড়ুন: শাহজালাল মাজারে খেজুর গাছ কাটার তদন্ত শুরু: কাজ বন্ধের নির্দেশ

পরে পরিস্থিতি বিবেচনায় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানোর ঘোষণা দেয়। তবে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ আংশিক শিথিল করা হয়। এরপর আজ রবিবার সকাল থেকে নতুনভাবে ১৪৪ ধারা কার্যকর করা হলো।