১৪৪ ধারা প্রত্যাহার
স্বাভাবিক হয়ে আসছে গোপালগঞ্জ, গণগ্রেপ্তারের অভিযোগ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে গোপালগঞ্জ জেলায় আর ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে নতুন নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এর আগে গত ১৬ জুলাই বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা শুরু হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, যেখানে কয়েকজন নিহত হন। এরপর থেকেই পর্যায়ক্রমে কারফিউ জারি করে প্রশাসন।
১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফা কারফিউ। দ্বিতীয় দফায়: ১৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৯ জুলাই দুপুর ১১টা। একই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের জারি হয়। ১৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত। ২০ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
এভাবে টানা কয়েক দিন ধরে কারফিউ ও ১৪৪ ধারা জারি থাকায় জনজীবনে চরম প্রভাব পড়ে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় প্রশাসন তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
জেলা প্রশাসন জানিয়েছে, যারা সহিংসতায় জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।