টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ একজন আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ২:৩২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সৈয়দ নূর (৫০)। তিনি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকারপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২৭ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে সৈয়দ নূরের বসতবাড়ির পেছনের ঘরের ছাদের ওপর বাঁশের চাটাইয়ের নিচে লুকানো অবস্থায় ইয়াবার বড় এই চালান ও অস্ত্রসমূহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটার গান, একটি এলজি, একটি তাজা গুলি এবং একটি খালি খোসা।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিজিবি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ অপরাধীচক্র প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার চালান এনে টেকনাফ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি তারা স্থানীয় মাদক ব্যবসায়ী সৈয়দ নূরের মাধ্যমে একটি চালান হস্তান্তরের পরিকল্পনা করেছিল। এই তথ্যের ভিত্তিতে বিজিবির গোয়েন্দা ইউনিট এবং কয়েকটি আভিযানিক দল যৌথভাবে অভিযানে নামে।

বিজিবির ভাষ্যমতে, ঘটনার সময় মাদক সরবরাহকারী মো. হারুন অর রশিদ বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট সৈয়দ নূরের কাছে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সৈয়দ নূরকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, “বিজিবি সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটক সৈয়দ নূরের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া, পলাতক হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট অপরাধীচক্রের সদস্যদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।