ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—জাহেদা আক্তার (৩৫) এবং তাঁর মেয়ে মিশু আক্তার (১৪)। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঘটনাটি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

জানা গেছে, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও কন্যা। মীর হোসেন পরিবার নিয়ে বুড়িচংয়ে এসে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

পুলিশ জানায়, মীর হোসেন বিভিন্ন উৎস থেকে ঋণ নিলেও তা পরিশোধে অক্ষম হয়ে পড়েন। পরবর্তীতে পরিবার নিয়ে এলাকায় আত্মগোপনে যান। আর্থিক সংকট ও পারিবারিক কলহের জেরে সোমবার রাতে জাহেদা ও তাঁর মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসঙ্গে ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা খতিয়ে দেখছি।”