নাসিরনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে ৯ আগষ্ট সন্ধায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে নদীতে নৌকা দিয়ে যাওয়া কয়েকজন ব্যক্তি পানিতে কিছু একটা ভাসমান দেখে কাছে গিয়ে ২ শিশুর লাশ দেখে চিৎকার শুরু করলে গ্রামবাসী নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
নিহত শিশুরা হচ্ছে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
কদমতলী গ্রামের গ্রামবাসী জানায়, শনিবার বিকেলের দিকে বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে তাদের গল্প করতে দেখেছে তারা। এর কিছুক্ষণ পরই নৌকায় থাকা কিছু লোক নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ দেখতে পায়। ধারনা করা হচ্ছে, হয়ত একজন পানিতে পড়ে গেলে অন্যজন উদ্বারের চেষ্টা করতে গিয়ে দুজনেরই মৃত্যু হতে পারে।
আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
কদমতলী গ্রামের জনৈক বাচ্চু মিয়া জানায়, ”শুনেছি সন্ধ্যার দিকে নদীতে দুইটি শিশুর লাশ ভাসমান অবস্থা পাওয়া যায়, পরে তাদের উদ্ধার করা হয় ।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী দৈনিক বাংলাবাজার পত্রিকা’কে বলেন, আমি মর্মান্তিক ঘটনাটির খবর শুনেছি, একজন অভিবাবক হিসেবে আমি তাদের পরিবারকে শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি । বর্ষা মৗসুমে ভাটি এলাকার বাড়ির চারদিকে পানি থাকে , তাই সকল অভিবাবককে তখন সন্তানদের ব্যাপারে বাড়তি সতর্কতা পালন করার আহব্বান জানাচ্ছি ।





